নিখোঁজের ২০ ঘণ্টা পর চট্টগ্রামে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শহরের ডবলমুরিং থানার আগ্রাবাদের সিডিএ এলাকা থেকে জালাল উদ্দিন সুলতান নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, কি কারণে তাকে খুন করা হয়েছে বা শত্রুতা ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে।
তার স্বজনরা জানান, শনিবার সকালে জালাল আগ্রাবাদে অফিসে যান। এরপর দুপুর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। তাকে কোথাও যাচ্ছিল না।
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের শেষ প্রান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় জালাল উদ্দিনের মরাদেহ পাওয়া যায়।
জেএইচ